ক্রীড়া ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিরাপদে ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর টাইগারদের বরণ করে নেওয়া হয়েছে। তরুণীরা উত্তরীয় বরণ করে নিয়েছেন ক্রিকেটারদের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই শহরেই শুরু হবে প্রথম টেস্ট।
আজ রবিবার দুপুর একটার পর নাজমুলদের বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। যাওয়ার আগে নাজমুল বলে যান, ‘প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’
সম্প্রতি খবর আসছে যে, প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের উইকেট নাকি বদলে ফেলা হচ্ছে। চিরচরিত স্পিন উইকেটের বদলে সেখানে নাকি পেস উইকেট তৈরি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ততটা চিন্তিত নন শান্ত, ‘উনারা (ভারত) কী চিন্তা করছে এটা তো আমি বলতে পারব না কিন্তু আমাদের স্পিন ও পেস ভালো একটা অবস্থানে আছে।’