নিজস্ব প্রতিবেদক : যশোরে চরমপন্থী পরিচয়ে বিচারককে হত্যার হুমকি দেয়া আটক আইনজীবী নব কুমার কুন্ডুকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার তাকে এই শোকজ দেয়া হয়।
একই সাথে তাকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে ওই শোকজে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
<<আরও পড়তে পারেন>> চরমপন্থী পরিচয়ে উড়োচিঠি দিয়ে বিচারককে হুমকি, আইনজীবীসহ আটক ৩
ওই শোকজ ডাকযোগে নব কুমার কুন্ডুর ঠিকানায় পাঠানো হয়েছে একই সাথে জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
উল্লেখ্য, সম্প্রতি এক বিচারককে ডাকযোগে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেন আইনজীবী নব কুমার কুন্ডু। যা বিচারকের কাছে গেলেই তোলপাড় শুরু হয়। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়। পরবর্তিতে ডিবির তদন্তে বিষয়টি উঠে আসে।
এ ঘটনায় আটক হন প্রধান হোতা আইনজীবী নবকুমার কুন্ডু। ওই চিঠি কম্পিউটারে লিখেছিলেন মিহির কুমার সাহা ও লেখার পর তা নব কুমার কুন্ডুর নির্দেশে তা ডাক যোগে পোস্ট করতে গিয়েছিলেন রবিউল ইসলাম রুবেল।
ডিবি তাদেরকেও আটক করে। পরে তারা এঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।