ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আধিপত্য দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডজ। এবার উগান্ডাকে নিয়ে ছেলেখেলাই করেছে তারা। দলটিকে ৩৯ রানে অলআউট করে ১৩৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি ক্যারিবিয়ানদের দ্বিতীয় জয়।
৩৯ রানে অলআউট হওয়া উগান্ডা টুর্নামেন্টটির পুরোনোও রেকর্ডে ভাগ বসিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির ৩৯। ২০১৪ সালে সেটি করেছিল নেদারল্যান্ডস। ফলে উগান্ডার স্কোরটি যৌথভাবে সর্বনিম্ন।
ক্যারিবীয়দের বড় জয়ে অবদান আকিল হোসেনের। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচসেরাও তিনি।
শুরুতে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের অন্যতম আয়োজকরা ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং একটা স্কোর দাঁড় করিয়েছে। গায়ানার চিরাচরিত পিচে এই স্কোরের ভিতটা রচনা করেন ওপেনার জনসন চার্লস। ৪২ বলে ৪৪ রানের সর্বোচ্চ স্কোর করেন তিনি। তাতে ছিল ৪টি চার ও দুটি ছয়। তাছাড়া মিডল অর্ডারের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ থেকে সেভাবে বড় স্কোর আসেনি। সেজন্য উগান্ডার বোলিংয়ের অবদান স্বীকার করতেই হবে। তাতে ব্যাটরাররা মারকুটে ব্যাটিংটা করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। পুরান ১৭ বলে ২২ রান করেছেন ৩ ছক্কায়। অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৮ বলে ২৩, রাদারফোর্ড ১৬ বলে ২২ করতে পেরেছেন। শুধু শেষ দিকে আন্দ্রে রাসেল ১৭ বলে অপরাজিত ছিলেন ৩০ রানে।
উগান্ডার হয়ে ৩১ রানে দুটি উইকেট নিয়েছেন ব্রায়ান মুসাবা। একটি করে নিয়েছেন আল্পেশ রামজানি, কসমাস কিয়ুটা ও দিনেশ নাকরানি।
জবাবে উগান্ডার ব্যাটারদের স্কোর ছিল যেন মোবাইল ডিজিট। আসা যাওয়া করেছেন তারা। সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত ছিলেন জুমা মিয়াগি। উগান্ডা ১২ ওভারে অলআউট হয়েছে ৩৯ রানে।
বামহাতি স্পিনার আকিল হোসেনের ৫ উইকেট ছাড়াও ৬ রানে দুটি নিয়েছেন আলজারি জোসেফ।