সমাজের কথা ডেস্ক : এই ঈদ উৎসবে কিংবা তারও আগে চাঁদরাতে, মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘মনোগামী’। নুসরাত ইমরোজ তিশার প্রযোজনায় যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান। বিস্ময়কর তথ্য এই যে নায়িকা হিসেবে গায়িকা জেফারকে নাকি কাস্ট করেছে ফারুকীর দুই বছর বয়সী কন্যা ইলহাম!
চরকি অরিজিনাল এই সিনেমার ভেতরের গল্পে যাওয়ার আগে মূলত চমক হয়ে আছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জেফার। ভিন্ন ধারার গান ও অন্যরকম ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় সবার নজর কেড়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে যুক্ত হলেন জেফার। ফলে জেফারের অভিনয় দেখার আগ্রহ তৈরি হয়েছে অনেকের মাঝে। এর বাইরে ফারুকী-চঞ্চলের অনেক সফল কাজের পর ফের তাদের নতুন রসায়ন দেখার আগ্রহটাও তৈরি হয়েছে দর্শক মনে। এরইমধ্যে সিনেমার পোস্টার, টিজার ও গান প্রকাশ হয়েছে প্রচারণার অংশ হিসেবে, যেগুলো দর্শক বেশ পছন্দ করছেন।
বলা দরকার, ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দেয় ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্ট। যেখানে ১২ নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি সিনেমা বানাবেন। এরইমধ্যে এই প্রজেক্টের ২টি সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ মুক্তি পেয়েছে। সিনেমা দুটিই হয়েছে দর্শকনন্দিত ও প্রশংসিত।
এই মন্ত্রণালয়ের তৃতীয় সিনেমা হিসেবে চাঁদরাতে মুক্তি পাচ্ছে ‘মনোগামী’। ছবিটির ভেতরে ও বাইরে রয়েছে অনেক চমকপ্রদ ঘটনা। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর এক অভিজাত ভেন্যুতে সাংবাদিক ডেকে যেগুলো এক এক করে শেয়ার করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা চঞ্চল চৌধুরী, চরকি কর্তা রেদওয়ান রনি এবং নবাগতা নায়িকা জেফার রহমান।
<<আরও পড়ুন>> : ‘ডিভোর্স নিয়ে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন’