সমাজের কথা ডেস্ক : সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
আজ পহেলা অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি আরো বলেন, ‘আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’
<< আরও পড়ুন >> সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি বলেন, ‘সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে, সেই দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। আমরা কিন্তু কঠোরভাবে নির্বাচন কমিশন থেকে সেটি পর্যবেক্ষণ করব। জানার চেষ্টা করব আপনা কে কিভাবে দায়িত্ব পালন করছেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ চারটি ব্যাচে ১শ’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশিক্ষণ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রতিটি ব্যাচকে দুদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে কমিশন।