সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে ছয়দিনে নির্বাচন কমিশনের (ইসির) শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৫ জন। এর মধ্যে শেষ দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান ২০ জন। আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বা অন্যের প্রার্থিতা বাতিলে আপিল করেছিলেন ৫৫৮ জন। ১৫ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানির প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, দ্বিতীয় দিনে পান ৫১ জন। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া চতুর্থ দিনে ৪৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। পঞ্চম দিনে শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ প্রার্থী। আজ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বৈধ প্রার্থীদের মধ্যে ৩২ জনের প্রার্থিতা বাতিল চেয়েও আপিল জমা পড়ে ইসিতে। এদের মধ্যে বেশ কয়েকজন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বরিশাল—৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ, ফরিদপুর—৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, বরিশাল—৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।