সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ থামছেই না, বরং বেড়েছে।
তুরস্কে নিযুক্ত ইসরায়েলের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি ও আল জাজিরা।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস অনেক ইসরায়েলি সেনা ও বেসামরিক লোককে জিম্মি করেছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২ হাজার। এদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামাসের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বলছে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
<< আরও পড়তে পারেন >> গাজার পর এবার লেবাননে ইসরায়েলি হামলা
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এখনো তাদের ভূখণ্ডের সাতটি জায়গায় হামাসের সঙ্গে লড়াই চলছে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল এখনো যুদ্ধের মধ্যে।
শনিবার ভোরে ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। গোষ্ঠীটির দাবি, ইসরায়েল অভিমুখে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। এরপরেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল বাহিনী।
ইরান জানিয়েছে, তারা ইসরায়েলে হামলায় হামাসকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। চীন দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।