সমাজের কথা ডেস্ক : মুসলমানদের পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ প্রাঙ্গণে কোনো মুসল্লিকে ঢুকতে দিচ্ছেন না তারা।
আল-আরাবিয়া ও মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ইসলামিক ওয়াকফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ওয়াফা)।
ইসরায়েলি দখলদার বাহিনী আজ বিকেলে হঠাৎ করেই আল-আকসা মসজিদের সব দরজা বন্ধ করে দেয়। পবিত্র সেই স্থানে মুসলিমদের আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কয়েক মাসের মধ্যে এই প্রথমবার মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো আল-আকসা মসজিদ।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে শুধু মুসলমানরাই নামাজ আদায় করে থাকেন। কিন্তু নিয়ম ভেঙে সেখানে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭০৪ ফিলিস্তিনি।