সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিন—ইসরায়েল সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইরান সমর্থিত এই গোষ্ঠীর প্রধান আবদেল মালেক আল হুথি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রত্যক্ষভাবে এই সংঘাতে যুক্ত হয় তবে সামরিক পদক্ষেপ নেবে হুথি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল—জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে দেড় হাজার মানুষ।
চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন এবং সামরিক সহায়তা পাঠিয়েছেন। জবাবে হুথি বলেন, ‘গাজা উপত্যকা ইস্যুতে লাল সীমারেখা আছে। তা অতিক্রম করা ঠিক হবে না।’
তিনি বলেন, প্রয়োজনে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে তারা সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও মিসাইল হামলাও চালাতে পারে।
এর আগে সামবার ইসরায়েলে হামলা চালিয়েছিল লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে তারা গুলি চালায়।