সমাজের কথা ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ জনে। মঙ্গলবার এক রাতেই হত্যা করা হয়েছে ৮০ জন ফিলিস্তিনিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ।
হামাস সরকারের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিৃবতিতে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় ৮০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শত শত।
সংঘাত শুরুর পর প্রায় ১৪ দিন পানি ও জ্বালানি প্রবেশ করেনি গাজায়। তীব্র মানবিক সংকটে আছেন লাখ লাখ ফিলিস্তিনি। রাফাহ সীমান্তে এসেও ত্রাণবাহী ট্রাক আটকেছিল কূটনৈতিক জটিলতার কারণে। অবশেষে ২১ অক্টোবর শনিবার সেই ট্রাক ঢুকে। সেই বহরে ছিল ২০টি ট্রাক। এরপর সোমবার আরও ১৪টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে।