সমাজের কথা ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। সর্বশেষ শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান আল রাই এজেন্সির উপপরিচালক আহমেদ জামাল আল মাধুন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
এই হামলায় প্রাণ হারিয়েছে শতাধিক সাংবাদিকও। অর্ধশতাধিক মিডিয়া কার্যালয় আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন আল-জাজিরার ক্যামেরাম্যান সামির আবুদাকা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এর উপমহাসচিব টিম ডসন বলেন, গাজায় অনেক সাংবাদিক নিহত হচ্ছেন। আর কোনো সংঘাতে আমরা এত সাংবাদিক মৃত্যুর ঘটনা দেখিনি।
এর আগে ১৪ ডিসেম্বর সাংবাদিকদের আরেক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছিল, হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে ৬৩ সাংবাদিক নিহত হয়েছেন।