সমাজের কথা ডেস্ক : ইসরায়েলের সেদরত অঞ্চলে পুলিশ স্টেশন দখলে নেওয়ার দাবি করেছে হামাস। সেখানে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে শনিবার সকালে ইসরায়েলে পাঁচ হাজার রকেট হামলার দাবি করেছে হামাস। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও জেরুজালেমে হামলা শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছে। সেইসঙ্গে দেশটির সেনা সমাবেশের ডাক দিয়েছে। হামাসের হামলায় ইতিমধ্যে ইসরায়েলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে এখনো ইসরায়েলে হামলা চালানো হয়েছে। তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।