বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ কর্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ফিলিস্তিনের জনতার পক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গফুর।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, মুফতি মাসউদুর রহমান, মনিরুল ইসলাম, মাওলানা মোতালেব, হাফেজ ইদ্রিস জামিল, মাওলান মাসুম বিল্লাহ, মাওলানা মহিবুল্লাহ হাবিবী, মুফতি তৌহিদুল ইসলাম, মাও. মতিয়ার রহমান, ফজলুল করীম, মুফতি রশিদ আহমাদ, আশরাফ আলী, মুফতি আব্দুল জলিল, আশরাফ আলী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।