সমাজের কথা ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদে বলা হয়েছে, নিহত সায়েদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। সিরিয়ায় ইরানি সামরিক বাহিনী অন্যতম অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে তিনি বিবেচিত ছিলেন। দেশটির সামরিক বাহিনীতেও ছিল তার অত্যন্ত প্রভাব। কুদস্ ফোর্সের সাবেক প্রধান এবং আলোচিত সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানির ঘনিষ্ঠও ছিলেন তিনি। চার বছর আগে ইসরায়েলি হামলায় নিহত হন সোলাইমানি।
সেদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সাইদ রাজি মৌসাভির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরনা বলেছে, দামেস্কের উপকণ্ঠের জেইনাবিয়া জেলায় ‘ইহুদিবাদী শাসকদের’ হামলায় মৌসাভি নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করছে। তাকে সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড কোরের সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বেশ কয়েকবার মৌসাভিকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তবে এবার তাদের সেই চেষ্টা সফল হয়েছে।
ইসরায়েলের অভিযোগ, ইরান ও ইরাক থেকে সিরিয়া এবং সেখান থেকে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছানোর নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন মৌসাভি। ইরানের কথিত ‘প্রতিরোধ অক্ষ’র ভেতরে তিনি ছিলেন খুবই প্রভাবশালী একজন।
তবে সাইদ রাজি মৌসাভির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল—আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান। অপর দিকে ইরান—সমর্থিত আসাদ সরকারকে হটাতে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।