সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলায় সামের আবুদাকা নামের আল জাজিরা আরবির এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ভিডিওগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।এ ঘটনায় আহত হয়েছেন আল—জাজিরা আরবির গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল দাহদুহ, যিনি অক্টোবরে ইসরায়েলি হামলায় স্ত্রী—সন্তান হারিয়েছিলেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সামের আবুদাকাকে নিয়ে সেখানকার ফারহানা স্কুল থেকে ইসরায়েলি হামলার সংবাদ প্রচার করছিলেন দাহদুহ।
ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় ঘটনার পরপরই উদ্ধারকারীরা আহত সামের কাছে পৌঁছাতে পারেননি। এতে একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর বাহুতে আঘাত পাওয়া দাহদুহ কোনোমতে সেখানকার নাসের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহানা স্কুলের আশপাশে ভারী গোলাগুলির ঘটনা ঘটে।
এদিকে সামের আবুদাকার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। নিন্দা জানিয়ে এক এক্স বার্তায় সংস্থাটি গাজায় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিও পুনর্ব্যক্ত করে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।