সমাজের কথা ডেস্ক : কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় মঙ্গলবার আল জাজিরা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত ক
আল জাজিরার প্রতিনিধি শিরিন আবু আকলেহ গত মে মাসে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সময় গুলিতে মারা যান । এ ব্যাপারে আল জাজিরা টুইটারে বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তাদের টেলিভিশন নিউজ নেটওয়ার্কের আইনি দলের তদন্তের পরই মামলাটি করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সাংবাদিক শিরিন আবু আকলেহহত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য আল জাজিরা মিডিয়া নেটওয়াক আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছে।
আবু আকলেহ ২৫ বছর ধরে আল জাজিরার টেলিভিশন সংবাদদাতা হিসাবে কর্মরত ছিলেন। গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মারা যান ।