সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৭৫তম দিনে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। নিহত ও আহতদের অর্ধেকের বেশি নারী এবং শিশু। ২০ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, আজও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরসহ উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শুধুমাত্র জাবালিয়া শরণার্থী শিবিরেই অন্তত ৪৬ জন নিহত হয়েছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরসহ উপত্যকাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাবালিয়া শরণার্থী শিবিরেই নিহত হয়েছে অন্তত ৪৬ জন। সবমিলিয়ে নিহতের সংখ্যা ২০ হাজার ও আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
এদিকে গাজায় একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কার্যকরে কাতার ও মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
তাছাড়া গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি আবারও স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে।