নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞ এবং অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে যশোর জেলা ইমাম পরিষদ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ এবং পরে দড়াটানা থেকে খুলনা বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ ও বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফিলিস্তিনিদের মাতৃভূমি রক্ষার এ লড়াইয়ে সংহতি জ্ঞাপনের জন্য বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানায় ইমাম পরিষদ।
সমাবেশে ইমাম পরিষদ বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন, নিপীড়ন ও ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।
সাম্প্রতিককালে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়ে নারী, শিশু নির্বিশেষে সাধারণ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘর—বাড়ি ধ্বংস করে চলেছে।
সমাবেশে যশোর জেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা আনোয়ারুল করীমের সভাপতিত্বে বক্তব্য দেন, যশোর জেলা ইমাম পরিষদ সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা হামিদুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা নাসীরুল্লাহ, উপদেষ্টা মাওলানা সাখাওয়াত হুসাইন ও মাওলানা আব্দুল হালীম, সহ—সভাপতি মুফতী শামসুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা নাজির উদ্দীন, জেলা ইমাম পরিষদের নগর কমিটির সভাপতি মুফতী হাফিজুর রহমান, সেক্রেটারি মুফতী আব্দুর রহমান এযাযী, যশোর জেলা ইমাম পরিষদ সদর থানা সভাপতি মুফতী আমানুল্লাহ কাসেমী এবং সেক্রেটারী মুফতী উবাইদুল্লাহ শাকির, জেলা দপ্তর সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য মাওলানা ইমদাদুল ইসলাম, মুফতী আব্দুল হান্নান, মুফতী মাসুদুর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন যশোর জেলা ইমাম পরিষদ সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাঈম ও প্রচার সম্পাদক মুফতী আমানুল্লাহ কাসেমী।