সমাজের কথা ডেস্ক : ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। বর্তমানে তিনি ইরানের কারাগারে বন্দী আছেন। ৬ অক্টোবর শুক্রবার রয়্যাল সুইডিশ একাডেমি সম্মানজনক এ পুরস্কারের জন্য নার্গিসের নাম ঘোষণা করেছে। আলজাজিরা এ খবর দিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি নারী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি ইরানের নারীদের নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের নোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে নার্গেসের নাম ঘোষণা করেন।
<< আরও পড়ুন >> রসায়নশাস্ত্রে নোবেল পেলেন যে তিন বিজ্ঞানী
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। তার মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে।
<< আরও পড়ুন >> করোনা টিকা আবিষ্কার : চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
উল্লেখ্য, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।