সমাজের কথা ডেস্ক : ইরাকের কিরকুক শগহরের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। নিরাপত্তা রয়টার্সকে জানিয়েছে, সূত্র নিহতদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা ।
ঘটনাস্থল কিরকুক ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ইরাকের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে কুর্দী বাহিনীর কাছ থেকে শহরটি দখল করে নেয় ।
কাতারের আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণটি ঘটে সাফারা গ্রামের কাছে । আহত পুলিশ কর্মকর্তাদের অবস্থাও গুরম্নতর। অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএস এখনও সক্রিয় রয়েছে। যদিও
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা।