নিজস্ব প্রতিবেদক : যশোরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রথম বিভাগ ক্রিকেট লীগের ইয়াং ড্রাগন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হয়েছে। লিগে বিপণন রানার্সআপ হয়েছে।
বুধবার বিকালে যশোর শামস্—উল—হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে লিগের সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। লিগে পয়েন্ট ভিত্তিতে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ১১ পয়েন্ট অর্জন করে। এবং রানার্সআপ বিপণন পেয়েছে ১০ পয়েন্টে।
এদিন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ও বিপণনের মধ্যকার লিগের সুপার ফোরের শেষ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। সকাল থেকে দুই আম্পায়ার জাকির আহমেদ ও তৌকির আহমেদ দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। সর্বশেষ বেলা ২টায় মাঠ পরিদর্শন শেষে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। পয়েন্ট তালিকার ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হয়।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মোকসেদ সফি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম—সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য শামসুল বারী শিমুল, হিমাদ্রী সাহা মনি, খায়রুজ্জামান বাবু, ইউসুফ হাসান, মাহবুব হাসান রিবন, শিমু বিশ^াস শিমু প্রমুখ।