নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রেডিয়েন্ট হকি লিগের দুটি খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই ম্যাচ দুটি জয় পেয়েছে ইয়থ স্টার ক্লাব ও খড়কী স্পোর্টিং ক্লাব।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে ইয়থ স্টার ক্লাব ৭-০ গোলে হারিয়েছে ম্যাগপাই বাস্কেটবল কোচিং সেন্টারকে। গোল করেন জয়ী দলের সুইটি ৩টি, শাহিন ২টি, আজম ও সুজন ১টি করে গোল করেন। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে খড়কী স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে পরাজিত করেছে সাজ ক্রীড়া চক্রকে। খড়কী স্পোর্টিং ক্লাবের গোল করেন অন্তু শাহারিয়ার, সফিয়ান, আবির ও পলাশ। সাজ ক্রীড়া চক্রের ঝিলন একটি গোল পরিশোধ করেন।