সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক—ই—ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার দলের নেতা শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সেদেশের আদালত।
৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয় বলে জানা গেছে।
সেদেশের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের এই দুই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক এ রায় দেন।
উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় নির্বাচন আগামী বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে এমন রায় দেওয়া হলো।