ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ¯œাতক ১ম বর্ষের ৪৮১ টি আসনই ফাঁকা রেখেই আজ বুধবার থেকে ক্লাশ শুরু হচ্ছে। রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা যায়। ফাঁকা আসন বিশ্ববিদ্যালয়ের মোট আসনের ২৪ ভাগ।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহŸায়ক ড. আহসান উল আম্বিয়া জানায়, ক্লাশ শুরু হলেও এখনো আসন ফাঁকা রয়েছে ৪৮১ টি। এই আসন বিশ্ববিদ্যালয়ের মোট আসনের ২৪ ভাগ। পরবর্তী মেধাতালিকার মাধ্যমে তা পূরণের কথা হবে। এছাড়াও তিনি বলেন, আপাতত স্পট এডমিশনের কথা ভাবছেনা বিশ্ববিদ্যালয়। মেধাতালিকায় ভর্তি শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে তা জানানো হবে।
নবীন শিক্ষার্থীদের ক্লাশ শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এবছর গুচ্ছ প্রক্রিয়ায় অধিকাংশ আসন পূরণ হওয়ায় গতবারের চেয়ে একমাস আগেই ক্লাশ শুরু করতে পারা যাচ্ছে। আশা করাযায় ফাঁকা আসনগুলো খুব শিগগরই পূরণ হয়ে যাবে।