সমাজের কথা ডেস্ক : ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র রাঁচি ইউনিট অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নেটওয়ার্কের তদন্ত করতে গিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এ সময় দুই ভারতীয়কেও গ্রেফতার করেছে ইডি। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ভারতীয় নাগরিক পিন্টু হালদার এবং পিঙ্কু বসু মুখার্জি।আর বাংলাদেশের নাগরিকদের নাম রনি মন্ডল ও সমীর চৌধুরী।
ভারতে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের মামলায় মন্ডল ও চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি। ইডি জানিয়েছে, এদের সবাইকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। ইডি সবাইকে ঝাড়খণ্ডের রাঁচিতে আনার জন্য ট্রানজিট রিমান্ড নিচ্ছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ১৭টি স্থানে ব্যাপক তল্লাশি চালানোর পর এদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে জাল আধার কার্ড, জাল পাসপোর্ট, অবৈধ অস্ত্র, স্থাবর সম্পত্তির নথি, নগদ অর্থ, গহনা, প্রিন্টিং পেপার, প্রিন্টিং মেশিন এবং আধার কার্ড জাল করার জন্য ব্যবহৃত ফাঁকা ফরমসহ বিভিন্ন অপরাধমূলক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে ইডি।
বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে রাঁচির বারিয়াতু থানায় প্রাথমিকভাবে একটি মামলাটি নথিভুক্ত হয়েছে যা পরে আদালতের নির্দেশে ইডি হাতে হয়েছিল। অভিযোগ উঠেছে, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলিতে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরে, অনুপ্রবেশকারীরা হয় সীমান্তবর্তী এলাকায় বসতি স্থাপন করে অথবা দালাল চক্রের সাহায্যে ভারতের অন্যান্য রাজ্যে চলে যায়। ওই দালাল চক্রই অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করে।