বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ইটভাটার মাটি বহনের ট্রাকের ধাক্কায় আনিসা নামের ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের এনামুল হকের মেয়ে। নিহত শিশু জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এদিন সকালে আনিসা বাড়ির পাশে একটি মসজিদে কোরআন শিক্ষা নিতে যায়। সেখান থেকে ফিরে নিজ বাড়ির সামনে আসলে ধ্রুব ইটভাটার দ্রুতগামী ট্রাকে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আনিসা। এসময় স্থানীয়রা আনিসাকে উদ্ধার করে ঘুনিরঘাট বাজারে পেঁৗছলে তার মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, সাংবাদিকদের কাছ থেকে খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।