বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হকার মানিক মিয়া (৫৮) উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামে এক কৃষক ক্ষেতে ঘাস পোড়ানে ওষুধ স্পে্র করতে যান। এ সময় তার নাকে দুর্গন্ধ আসলে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান।
তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ সনাক্ত করেন।
<< আরও পড়ুন >> ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, সৎমা গ্রেফতার
নিহত মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তার বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলের হাট—বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে গত দশদিন আগে মুঠোফোনে জানান।
এরপর থেকে নিখেঁাজ ছিলেন তার বাবা। এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিলো বলে এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দেয়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক এসআই শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।