বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এবং ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য। ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
শনিবার বেলা ১১টায় পরিষদের ভাইস চেয়ারম্যানের উপজেলা পরিষদের অফিস কক্ষে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের এক মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন বিশ্বাস। দুপুর ১২ টায় আরশাদ পারভেজের রাজনৈতিক অফিসে নেতা কমীর্দের সাথে আরও একটি মতবিনিময় সভা হয়।
এসময় বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, ফারাজি জিয়াউল হক জিয়া, উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সাবেক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন, মৎস্যজীবীলীগ নেতা মাজহারুল ইসলাম তুরকি, শাহিনুল ইসলাম শাহিন, আজিজুর রহমান বকুল, রিপন হোসেন, গোলাম সরোয়ার প্রমুখ।
একই দিন বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। তিনি সরকারের উন্নয়ন প্রচারে এ ইউনিয়নের ধলগ্রাম বাজার, বালিয়াডাঙ্গা বাজার, আন্দুলবাড়িয়া, আন্দার কোটা, অন্তাইখোলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ধলগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরুজ্জামান শিকদার, সাবেক ইউপি সদস্য আল মামুন পলাশ, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মাস্টার তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, সাবেক মেম্বার দীপঙ্কর বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।