সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতী নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ইছামতী নদীর বাংলাদেশ পাড়ে বিএসএফ সদস্যের লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন স্থানীয় লোকজন।
মারা যাওয়া ওই বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার বশিরহাটা মহকুমার সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীমান্ত নদী ইছামতীতে টহল দেওয়ার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে বিএসএফের একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ অন্য একজন বিএসএফ সদস্যকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন রিয়াজ উদ্দীন। পরে আজ সকাল ৬টার দিকে লাশটি পাওয়া গেলে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান ও ভারতীয় ৮৫ বিএসএফের কমান্ড্যান্ট অনুরাগ মনির মধ্যস্থতায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদার বলেন, ‘ঝড়ের কবলে পড়ে বিএসএফের টহল বোট ডুবে যায়। বোটে একজন মাঝি ও দুজন বিএসএফ সদস্য ছিলেন। রাতেই মাঝিসহ দুজনকে উদ্ধার করে বিএসএফ। পরে বিজিবিকে জানায় তারা। আজ সকালে সীমান্তের ভারতীয় পাশের চরে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।’