নিজস্ব প্রতিবেদক : ইকোর অর্থায়নে শনিবার সাতড়্গীরার শ্যামনগরে ৪শ’ দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় থানা মাদ্রাসায় এই খাবারের আয়োজন করা হয়। খাবার বিতরণ করার আগে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আয়োজকদের জন্য দোয়া করেন মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল খালেক।
এসময় মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মো¯ত্মফা কামাল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক কাউন্সিলর এসকে সিরাজ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এম কামরম্নজ্জামান, নাজমুল ইসলামসহ সুধীজন উপস্থিত ছিলেন। পরে দরিদ্র মানুষদেরকে উন্নত মানের খাবার বিতরণ করেন আয়োজকরা। খাবার পেয়ে সবাই সšেত্মাষ প্রকাশ করেন।