বুধবার যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য রণজিত কুমার রায়।
ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম আবু নওশাদ, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি) যশোর বিভাগের, নির্বাহী প্রকৌশলী এ এফ এম আনিছুর রহমান, ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর পাড়ে, আওয়ামী লীগ নেতা চৈতন্য মন্ডল, দীনেশ কুমার বিশ্বাস, স্বপন সরকার, অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কমিশনার তালিম হোসেন, উপজেলা যুবলীগ নেতা শেখ আব্দুল¬াহ, অলিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। — সংবাদ বিজ্ঞপ্তি