সমাজের কথা ডেস্ক : ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামের মুদিদোকান ও ক্যাফেতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে।
খবর আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনী এ হামলায় চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামের ক্যাফে এবং মুদিদোকানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় ক্যাফে ও দোকান। হামলার সময় অনেক বেসামরিক মানুষ সেখানে ছিলেন বলে জানিয়েছেন তিনি।
দেশটির কর্মকর্তারা স্তম্ভিত চেহারার উদ্ধারকর্মীদের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, ধোঁয়া ওঠা ধ্বংসস্তুপের মাঝে ঘোরাফেরা করছেন উদ্ধারকর্মীরা। কিছু ছবিতে কংক্রিট এবং ধাতব স্ল্যাবের ওপর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এ সময় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে কিছু মৃতদেহ সরিয়ে নিয়ে যেতেও দেখা যায়।
<< আরও পড়ুন >> সিকিমে বন্যায় ৪০ জনের মৃত্যু : নিখোঁজ শতাধিক
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, প্রায় ৩৩০ জন বাসিন্দার গ্রামটির অনেকে হামলার সময় ক্যাফেতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ওই সময় তারা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিলেন। হামলায় ওই ক্যাফে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিটি পরিবার থেকে, প্রতিটি বাড়ি থেকে লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি ভয়ানক এক ট্র্যাজেডি।
‘১৯ মাসেরও বেশি সময় আগে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে খারকিভ অঞ্চলে আজকের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার একক কোনও হামলায় এটিই সবচেয়ে বেশি বেসামরিকের প্রাণ কেড়েছে বলে ধারণা করা হচ্ছে।’ যোগ করেন ইউক্রেনের সরকারি সম্প্রচারমাধ্যম সাসপিলনেকে খারকিভের আঞ্চলিক প্রশাসনের একজন সামরিক মুখপাত্র।