সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। তাদের কাছে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
<<আরও পড়তে পারেন>> নারী আসন : মনোনয়ন কিনলেন যেসব তারকা
এর আগে গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা আজ শেষ হয়েছে। আজ শেষদিন ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ সংখ্যক ফরম বিক্রি করে আয় করেছে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৪৮টি সংরক্ষিত আসন পাচ্ছে আওয়ামী লীগ। বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।