সমাজের কথা ডেস্ক : সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
<<আরও পড়তে পারেন>> অপু বিশ্বাস সংরক্ষিত আসনের এমপি হতে চান
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।