নিজস্ব প্রতিবেদক : রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। শনিবার যশোর শামস্—উল—হুদা স্টেডিয়ামে তারা ১৩৪ রানের বড় ব্যবধানে আসাদ স্মৃতি সংঘকে পরাজিত করে।
সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। জমশেদ সানি পার্থ, তামিম আক্তার ও মনিরুল ইসলাম সোহেলের ব্যাটিংয়ের উপরে নিভর করে ২৮৬ রানে বড় ইনিংস করে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। নির্ধারত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময় এ বড় স্কোর করে দলটি। অন্যদিকে আসাদ স্মৃতি সংঘ ৩৪ ওভার ৫বলে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। ফলে ১৩৪ রানের বড় ব্যবধানে আসাদ স্মৃতি সংঘকে পরাজিত হতে হয়।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট’র জমশেদ সানি পার্থ ৯টি চারের মারে ৮২, তামিম আক্তার ৬টি চার ও ১টি ছয়ের মারে ৫১ রান এবং মনিরুল ইসলাম সোহেল ৩টি চার ও ৩টি ছয়ের মারে ৫০ রান করেন। এছাড়া দ্বিপ জ্যোতি মোল্লা ৩০, মো. হোসেন ২৮, রুবেল মাহমুদ ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আরও ২৮ রান আসে। বল হাতে আসাদ স্মৃতি সংঘের সাকিব আল হাসান ৪টি, সাকিব হোসেন ও আরমান আসিফ ১টি করে উইকেট নেন।
ব্যাট হাতে আসাদ স্মৃতি সংঘের মামুন ২৭, সাকিব হাসান ২৫, ইয়াসিন ২১ ও রাইসুল ১৬ রান করেন। বল হাতে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট’র নিপু ৩টি, শরিফুল ইসলাম ২টি, ইমদাদ হক জুয়েল, বাবু, মো. হোসেন ও তামিম আক্তার ১টি করে উইকেট নেন।