সমাজের কথা ডেস্ক : কৃত্রিম সুপার ইন্টেলিজেন্স হলো এমন একটি এআই সিস্টেম যা মানুষের জ্ঞানীয় ক্ষমতাকে অতিক্রম করার জন্য যথেষ্ট ক্ষমতাসম্পন্ন এবং বুদ্ধিমান। ধারণা করা হচ্ছে ২০২৯ সালের মধ্যেই সুপার ইন্টেলিজেন্ট এআই চলে আসবে। এটি অবশ্য দাবি করেছেন শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী বেন গোয়ের্টজেল।
ইতিমধ্যে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)’ শব্দকে জনপ্রিয় করা এই বিজ্ঞানী সিঙ্গুলারিটিনেট নামের এআইভিত্তিক সাইট প্রতিষ্ঠা করেছেন; যার লক্ষ্য, একটি বিকেন্দ্রীভূত, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও উপকারী এজিআই ব্যবস্থার বিকাশ ঘটানো। এরই মধ্যে ‘আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)’ শব্দকে জনপ্রিয় করেছেন শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী বেন গোয়ের্টজেল। এখন তার দাবি, ২০২৯ সালের মধ্যেই চলে আসবে সুপার ইন্টেলিজেন্ট এআই।
এ বিষয়ে ‘বেনিফিসিয়াল এজিআই সামিট ২০২৪’—এ একটি বক্তৃতা দিতে গিয়ে গোয়ের্টজেল বলেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজেকে আরও উন্নত করতে পারবে।’ এখনও এর বাস্তব রূপ দেখার সম্ভাবনা তৈরি না হলেও এমনটি কেন দ্রুতই ঘটতে যাচ্ছে, সে কারণগুলোর একটি তালিকা তৈরি করেছেন গোয়ের্টজেল।
তার মতে, এমনটি ঘটার সম্ভাব্য কারণ, মানুষ এমন এক সূচকীয় সময়ের মধ্যে আছে, যেখানে রৈখিক বৃদ্ধির তেমন ভূমিকা নেই। এতে করে মানুষের প্রচলিত ভাবনার ওপর ভিত্তি করে পরিবর্তনের গতি বোঝা কঠিন হতে পারে। ‘২০২৯, ২০৩০ সালের মধ্যেই বিভিন্ন একক কম্পিউটারে একজন মানুষের মস্তিষ্কের কম্পিউটিং সক্ষমতা চলে আসার সম্ভাবনা আছে,’ বক্তৃতায় বলেন, গোয়ের্টজেল। ‘এর সঙ্গে আরও ১০ থেকে ১৫ বছর যোগ করলে একটি একক কম্পিউটারে মোটামুটি গোটা মানব সমাজের মস্তিষ্কের সক্ষমতা চলে আসতে পারে।’