সবকিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা । তিনিই বিশ্বজাহানের সবকিছুই সৃষ্টি করেছেন । মহান আল্লাহতায়ালা গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, ফেরেশতা, মানুষ, জিন, প্রাণি, উদ্ভিদসহ যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন অত্যন্ত নিখুঁতভাবে। নিপুণ শৈল্পিকতার ছোঁয়া রয়েছে তাঁর প্রতিটি সৃষ্টিতেই । তাঁর অণু থেকে অণু পরিমাণ সৃষ্টিতেও রয়েছে সূক্ষ্ম শিল্পের ছাপ। এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র এবং বিশ্ব—সব কিছুই আবর্তিত হয় এক সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে। আর সব সৃষ্টির মধ্যে রয়েছে নিখুঁত সামঞ্জস্যতা, যা মহান আল্লাহতায়ালারই সৃষ্টি। এ ব্যাপারে পবিত্র কোরআন মজিদে তিনি বলেছেন, ‘যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।’ (সুরা : সাজদাহ, আয়াত : ৭)
মহাব আল্লাহতায়ালা বলেন, পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়, তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তাঁর কোন অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে। তারা তাঁর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালও করতে পারে না, মন্দও করতে পারে না এবং জীবন, মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক নয়। (সুরা : ফুরকান, আয়াত: ১-৩)