সমাজের কথা ডেস্ক : আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতৃবৃন্দ গণসংযোগসহ দুর্গাপূজার মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। একইসাথে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ, মন্দির—মন্ডপে অনুদান প্রদান করেছেন।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোর—৪ আসনে (বাঘারপাড়া—বসুন্দিয়া—অভয়নগর) নৌকার মনোনয়ন প্রত্যাশী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ এনামুল হক বাবুল গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শনিবার বিকালে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারু মোল্যা, ফরিদ মাস্টার, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, সহ—দপ্তর সম্পাদক আলমগীর মিনা, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর শেখ আব্দুস সালামসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অভয়নগরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। শনিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি মন্ডল, সদস্য গাজী রুহুল আমীন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সমীরন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকুঞ্জি, সাধারণ সম্পদক বাবু সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা প্রমুখ।
মণিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার বিকেলে উপজেলার কুলটিয়া ও মনোহরপুর ইউনিয়নে বিতরণ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ—কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ—সভাপতি এস এম ইয়াকুব আলী।
বিতরণকালে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি বিশ্বাস, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিশ্বজিত, তপন কুন্ড, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।
এদিকে, একই দিনে উপজেলার মনোহরপুর কাচারীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শনকালে কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান প্রদান করেন এস এম ইয়াকুব আলী।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি জানান, যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর —৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। শনিবার রাতে গাড়িবহরসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাঘারপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, রায়পুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, যুবলীগ নেতা রিয়াদ হোসেন প্রমুখ।
শার্শা প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শায় ৩২টি পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান। এসময় পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
শনিবার বিকালে উপজেলার নিজামপুর, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল ও শার্শা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি উপজেলার ৩২টি পূজা মণ্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ—সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, সাবেক ছাত্রলীগ নেতা নাভারণ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম—আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, মৎস্যজীবী লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর কবির বদু, আজিজুল ইসলাম, যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, আওয়ামীলীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, সাবেক সদস্য শার্শা উপজেলা ছাত্রলীগ ও যুগ্ম আহ্বায়ক বাগআছড়া ইউনিয়ন ছাত্রলীগ আরিফুজ্জামান শিপলু প্রমুখ।