সমাজের কথা ডেস্ক : আলমারির পর আলমারিজুড়ে রুপি আর রুপি। প্রতিটি তাকে গোছানো ১০০, ২০০ এবং ৫০০ রুপির বান্ডিল। এমন অবস্থা দেখে স্বয়ং আয়কর কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে! ভারতের ওড়িশায় ঘটেছে এ ঘটনা।
সেদেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওড়িশার একটি সংস্থায় অভিযান চালিয়েছে স্থানীয় আয়কর অফিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে এতো রুপি দেখে আয়কর কর্মকর্তারাই রুপির পরিমাণ অনুমান করতে পারছিলেন না। তাই নিয়ে আসা হয় রুপি গোনার মেশিন। সেই মেশিনও রুপি গুনতে গিয়ে বিকল হয়ে যায়।
সেখানকার আয়কর দপ্তর সূত্রের খবরে বলা হয়, বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ওড়িশা এবং ঝাড়খণ্ড শাখায় অভিযান চালানো হয়। বুধবার পর্যন্ত ৫০ কোটি রুপি গোনা হয়েছে। কিন্তু এরপরই রুপি গোনার মেশিনগুলো বিকল হয়ে যায়।
সংস্থাটির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে একাধিকবার। এরপরেই বুধবার থেকে অভিযান চালানো হচ্ছে।