নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে যশোর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর আলপনায় বর্ণিল করে তোলা হচ্ছে। চাঁদের হাট যশোরের অর্ধশতাধিক সদস্য সোমবার বিকেল থেকে আলপনা করা শুরু করে, চলে রাত পর্যন্ত।
সোমবার বিকেলে আলপনা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু।
আলপনা করা ছাড়াও চাঁদের হাটের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হবে।