সমাজের কথা ডেস্ক : রাজধানীতে নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন : বিএনপির কেন্দ্রীয় নেত্রী মুন্নি গ্রেপ্তার
৫ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতের রিমান্ড শুনানি হয় এমরান সালেহ প্রিন্সের। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব—ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। জামিনের বিরোধিতা করা হয় রাষ্ট্রপক্ষ থেকে। শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
আরও পড়তে পারেন : পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ : আহত ৩
৪ নভেম্বর সন্ধ্যায় বাড্ডায় বোনের বাসা থেকে প্রিন্সকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
আজ ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে গাজীপুর থেকে আটক করা হয়।