সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী—১ (তানোর—গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর থেকে কোথাও হেঁটে, আবার কোথাও গাড়িতে যাচ্ছেন। ভোটাররাও তাকে পেয়ে ঘিরে ধরছেন। নারী ভোটারদের কাছে টেনে নিচ্ছেন এই প্রার্থী। শুনছেন তাদের সুখ—দুঃখের কথা। দিচ্ছেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানুষের উন্নয়নের আশ্বাস।
গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে যান মাহি। সেখানে তাকে এক নারী ভোটার বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।
ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়ে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’ এসময় ভটারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মাহি। সেইসঙ্গে উন্নয়নের দেন প্রতিশ্রুতি ভোটের মাঠে পর্দার নায়িকাকে দেখে উপস্থিত জনতার উন্মাদনা ছিল দেখার মতো।
উল্লেখ্য, মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুন দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।