১১ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আর্জেন্টিনার রাজপথে জনসমুদ্র
আর্জেন্টিনার রাজপথে জনসমুদ্র

সমাজের কথা ডেস্ক : ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে  শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। মঙ্গলবারের ম্যাচে তারা মেসির নৈপুণ্যে ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে  ।  দেশের জয় নিশ্চিত হতেই কানায় কানায় পূর্ণ  কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হয় নীল-সাদার ঢেউ। তার সঙ্গে পাল্লা দিয়ে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথেও। সেখানে নেচে-গেয়ে হৈ-হুল্লোড় করে ফাইনালের ওঠার  আনন্দ উদযাপন করন লাখো মানুষ।

আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বুয়েন্স আয়ার্সবাসী রাস্তায় নেমে পড়েন । ঐতিহাসিক প্লাজা দে লা রিপাবলিকের বিখ্যাত ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের চারপাশে তৈরি হয় জনসমুদ্র। পতাকা, ব্যানার-ফেস্টুন উড়িয়ে, নীল-সাদা জার্সি পরে, মেসির মাস্ক মুখে, শরীর নীল-সাদা রঙে রাঙিয়ে ফাইনালে ওঠার খুশি উদযাপন করেন  লাখো আর্জেন্টাইন। সেই উল্লাসের চিত্র ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।  

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram