ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার পর হারের স্বাদ নিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। গতকাল রাতে আফ্রিকান সিংহ হিসাবে পরিচিত ক্যামেরুনের কাছে তারা ১-০ গোলে হেরেগেছে। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ইনজুরি টাইমে দলের পক্ষে গোল করেন ক্যামেরুনের আবু বকর ।
পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে তিনিএতটাই উত্তেজিত হয়ে ছিলেন যে, গোল উদযাপন করতে গিয়ে তিনি জার্সি খুলে ফেলেন। এফলে আগে একটি কার্ড থাকায় দুই হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে। ইনজুরি সময়ের বাকি ৮ মিনিট ১০ জন নিয়ে খেললেও গোল শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের এটিই ছিল প্রথম হার। এর আগে আরেক শিরোপা দাবিদার আর্জেন্টিনা ২-১ গোলে হেরেযায় সৌদিআরবের কাছে। তবে ব্রাজিলের দ্বিতীয় পর্ব আগেই নিশ্চিত হওয়ায় তারা রিজারভ বেঞ্চ নামায়।