সমাজের কথা ডেস্ক : নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত অস্ত্রধারি সেই ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মাহিদুর রহমান। তিনি একজন আনসার সদস্য। ঘটনার সময় তিনি পুলিশের সাথে অস্ত্রহাতে দায়িত্ব পালন করছিলেন । ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজ (৮ ডিসেম্বর) বিকেলে তার পরিচয় নিশ্চিত করেন।
হারুন অর রশীদ বলেন, ওই যুবক আনসার সদস্য। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্বপালন করছিলেন। সাদা পোষাকে তিনি দায়িত্বপালন করতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমিও অনেক সময় সাদা পোষাকে দায়িত্ব পালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে যে কোনো অবস্থায় যে কোনো পোশাকে দায়িত্বপালন করতে পারেন। এটা দোষের নয়।