ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের বিলশুকা এলাকায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠে রয়েল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে আরমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী একাদশকে পরাজিত করে বিলশুকা একাদশ চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী, সহ—সভাপতি রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইমলাম আসাদ, আশরাফুল মাহমুদ তিতু, সবুজ কলি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুজ্জামান মোমিন, উজ্জল হোসেন, রাব্বি হোসেন, লিংকন হোসেন অন্তর প্রমুখ।