নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কল্যাণ তহবিলে ৫০ হাজার টাকা ও ডেঙ্গু পরীক্ষার জন্য ৫শ কিট প্রদান করেছেন প্রাক্তন তত্ত্বাবধায়ক বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্ল্যা। রোববার সকালে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের হাতে নগদ অর্থ ও কিট প্রদান করেন।
এদিকে যশোর জেলায় গত ২৪ঘণ্টায় স্থানীয়ভাবে ১৩জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী তথ্যটি নিশ্চিত করেন পরিসংখ্যানবিদ ফালাক হোসেন। এ সময় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ৪জনের শরীরের নতুন করে ডেঙ্গুর উপসর্গ পাওয়া গেছে। জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২জন।
হাসপাতালের ডেঙ্গু কর্নারের ইনর্চাজ হাসি আরা বেগম জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মহিলাসহ ৪জন চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩জন এবং মহিলা রয়েছেন ১জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ২৮জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুরোগে নতুন করে মহিলাসহ ১৩জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৪জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন চিকিৎসাধীন রয়েছেন।
অপাদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৬৩জন। এর মধ্যে ৩জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪জন। বর্তমানে জেলায় ৫৫জন চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে কিট সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আর্তমানবতার সহযোগিতায় এগিয়ে এসেছেন বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্ল্যা। রোগীদের ডেঙ্গুপরীক্ষার জন্য বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্ল্যা নিজ উদ্যোগে হাসপাতালের কল্যাণ তহবিলে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ৫শ কিট তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের হাতে তুলেদেন। রোগির তুলনায় অপ্রতুল কীটের কারণে যাতে সেবা ব্যহত না হয় সে জন্য জনস্বার্থে তিনি সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী, সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোড়ল, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রী শেখর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান, স্বাচিপ যশোরের সদস্য সচিব ডাক্তার গোলাম মর্তুজা, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার তৌহিদুর রহমান, ডাক্তার আশরাফসহ অন্যরা উপস্থিত ছিলেন।