সমাজের কথা ডেস্ক : খুব বেশি দিন নয়, এই তো ক’দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন হালের জনপ্রিয় নায়িকা পরীমণি। এখন অভিনয় আর একমাত্র পুত্র রাজ্যকে ঘিরেই তার যত ব্যস্ততা। বিরতি কাটিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন পরী।
তারই ধারাবাহিকতায় এবার আরও একটি সুখবর দিলেন পরীমণি। নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটা নির্মাণ করবেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। আজ সোমবার প্রথম প্রহরে ফেসবুকে একটি ছবি পোস্ট করে খবরটি জানান এই চিত্রনায়িকা।
ছবিতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্বল পরী। তার পাশে দাঁড়িয়ে আছেন নির্মাতা অনম বিশ্বাস। আর ক্যাপশনে লিখেছেন, ‘দ্বিতীয় অধ্যায়! নতুন সূচনা! বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’
পরীর পোস্টের কমেন্ট বক্সে নির্মাতা অনম বিশ্বাস লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি দারুণ করবে। এই চরিত্রের জন্য তুমিই সেরা।’
<< আরও পড়ুন >> সেলিব্রেটি ক্রিকেট লিগ : দীঘির যতো অভিযোগ
জানা গেছে, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। সাত পর্বের সিরিজটির এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এছাড়াও আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে এর দৃশ্যধারণ শুরু হবে।
উল্লেখ্য, গেল মাসেই নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’, যা নির্মাণ করবেন রেজা ঘটক। অন্যটির নাম ‘খেলা হবে’, পরিচালনায় আছেন তানিম রহমান অংশু।