সমাজের কথা ডেস্ক : সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা আয়নাঘর নিয়ে সিনেমা হচ্ছে। কেয়া পায়েলকে নিয়ে এটি নির্মাণ করছেন জয়নাল আবেদিন জয় সরকার। এই জুটি এর আগে প্রথম সিনেমা করেন ২০১৯ সালে। নাম ছিল ‘ইন্দুবালা’। নতুন ছবিটির নামও ‘আয়নাঘর’। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে আয়নাঘর।
জয় সরকার বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের ছবিটিও বানাতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। যদিও সেসব এখনও চূড়ান্ত করিনি। এখন গল্প লিখছি।’
নির্মাতা জানান, চিত্রনাট্য লেখার পাশাপাশি আয়নাঘরে বন্দি কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি গল্পটি সাজানোর চেষ্টা করছেন। নির্মাতার ভাষায়, ‘আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে আয়নাঘরে।’ অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং করার ছক এঁকেছেন নির্মাতা।