সমাজের কথা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে ক্ষমতা কোন ভোগের বস্তু না। আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ। মানুষকে সেবা দেওয়ার আরেকটা সুযোগ আমি আবার পেয়েছি।’
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা—২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ যে টানা চারবার ক্ষমতায় আসতে পেরেছি।’
তিনি বলেন, ‘ব্যবসা—বাণিজ্য যদি প্রসার না ঘটে কোন দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। জাতির পিতা বলেছিলেন, ‘কেউ দাবায়ে রাখতে পারবা না।’ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।’
সরকারপ্রধান বলেন, ‘সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ রয়েছে। তবে আগাম প্রস্তুতি থাকলে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না।’